মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও হেরোইন সহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সদর উপজেলার রামপাল ডিগ্রি কলেজ ও আখি সিনেমা হলের সামনে থেকে এই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীরা হলেন, রামপালের মৃত জুলহাস রাঢ়ীর ছেলে দিপু রাঢ়ী (৩৫), পঞ্চসারের গোসাইবাগ এলাকার হোসেন বেপারীর ছেলে সানি বেপারী (২৮) ও দক্ষিণ দেওসার এলাকার মৃত জয়নাল ঢালীর ছেলে রুহুল আমিন ঢালী (৫০)।
আটক আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।