মুন্সিগঞ্জ, ২৬ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাঁজা ও বিদেশী পিস্তলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাগরকে (২৮) আটক করেছে র্যাব-১০।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটশত গ্রাম গাঁজা, একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিনসহ পাওয়া যায়।
সংস্থাটির সহকারী পুলিশ সুপার (র্যাব-১০) এম. জে. সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃত সাগর (২৮) সিরাজদিখানের রসুনিয়া এলাকার আবুল কালামের পুত্র। সে পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জানিয়ে তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা রুজু শেষে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করে র্যাব।