২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:০৪
মুন্সিগঞ্জে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলার নৈদিঘীরপাথর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেখা বেগম (৪১) ঐ এলাকার মৃত সুমনের স্ত্রী।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজা বিক্রয়ের সময় রেখা বেগমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে আজ বুধবার তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে।

error: দুঃখিত!