মুন্সিগঞ্জ, ১৩ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক অভিযানে ৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২ লাখ ৭০হাজার টাকাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এসময় একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় অভিযানে জামালদি এলাকার মো. শাহজাহানের পুত্র মো. সুজন (৪৪) কে ৩৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলাম তাকে ৩ মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
অপর অভিযানে দুপুর আড়াইটার দিকে উপজেলার চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকা থেকে ওই এলাকার মৃত আব্দুল মোতালেব ব্যাপারীর দুই পুত্র মো. মহিউদ্দিন ব্যাপারী (৪০) ও তার বড় ভাই মো. মোয়াজ্জেম হোসেন বেপারিকে (৫০) ৪ কেজি গাঁজা ও মাদকবিক্রির ২ লাখ ৭০ হাজার টাকাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য নিশ্চিত করেন।