মুন্সিগঞ্জ, ১৬ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে গাঁজাসহ আটক দুইজনকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুরে গজারিয়া উপজেলার ভাটেরচর ও শিমুলিয়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সিগঞ্জের পৃথক অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতে এই দন্ডাদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।
দন্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লা জেলার মেঘনা থানার লুটেরচর এলাকার শাহাদত হোসেনের পুত্র আমিনুল ইসলাম সাগর (২২) ও শিমুলিয়া এলাকার নুরু মিয়া সরকারের পুত্র মাইনুদ্দিন (৩০)। তাদের কাছ থেকে যথাক্রমে ৩০০ ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সিগঞ্জের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য জানান।