৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:০০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গণসদন হল পুন:নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সাংস্কৃতিক চর্চার এক সময়ের প্রাণ কেন্দ্র গণসদন হল পুন:নির্মাণের দাবিতে মুন্সিগঞ্জ জেলা নাগরিক কমিটি শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে।

জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আরিফ উল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে নাগরিক কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, প্রবীণ শিক্ষক কমরেড আলী নাসিম, শিক্ষক ও সংগীত শিল্পী শহীদুল্লাহ শহীদ, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন, অ্যাডভোকেট এস আর রহমান মিলন, নাট্য ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম ঢালী, সাংবাদিক ও শিল্পী সোনিয়া হাবিব লাবনী, শিল্পী গোলাম মোস্তফা, গোবিন্দ চন্দ্র মন্ডল প্রমূখ। পরে গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর গ্রহণ করা হয়।

error: দুঃখিত!