মুন্সিগঞ্জ, ২৬ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী সংলগ্ন স্থানীয় খালে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত আনিসা আক্তার মুনা (৯) উপজেলার হোসেন্দী ইউনিয়নের নতুনচর গ্রামের আমির হোসেন মোল্লার মেয়ে। সে হোসেন্দী দাখিল মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়তো।
শনিবার দুপুর একটার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের নতুনচর গ্রামের বড় ব্রিজের নিচে গোসল করতে গেলে স্রোতের তোড়ে ভেসে যায় সে। পরে স্থানীয়রা নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর বারোটার দিকে সমবয়সী জান্নাত আক্তারের সাথে গোসল করতে নামে মৃত মুনা। দুজন একসাথে পানিতে নামলেও স্রোতের তোড়ে ভেসে যায় মুনা। এ সময় জান্নাতের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে তাকে খোঁজাখুঁজি শুরু করে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও তারা পৌঁছানোর আগেই এক ঘন্টা পর দুপুর একটার দিকে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ পরিবারের কাছে রয়েছে।