মুন্সিগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি এলাকায় রজতরেখা নদীর সংযোগ খালের প্রবাহ বন্ধ করে বালু ব্যবসার দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন (৩৯) কে ৫০ হাজার টাকা জরিমানা ও ২মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দন্ডাদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল জুনায়েদ।
তিনি জানান, মীর ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান খালের প্রবাহ বন্ধ করে বালু স্তুপ করে রেখেছিলো। এসময় প্রতিষ্ঠানটির সাইট সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ২মাসের কারাদন্ড প্রদান করা হয় এবং বালু আনার কাজে ব্যবহৃত প্লাষ্টিকের পাইপ ভেঙে ব্যবহারের অনুপযোগী করে দেয়া হয়।
ইউএনও জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দ্রুততম সময়ে বালু সরিয়ে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জন্য বলা হয়েছে।