মুন্সিগঞ্জ, ৯ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে খাবার চেয়ে না পেয়ে বাসায় ঢিল মারায় মানসিক ভারসাম্যহীন মধ্য বয়সী অজ্ঞাত ব্যক্তিকে নদীতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে ধলেশ্বরী নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ রোববার দুপুর ১ টার দিকে পঞ্চসার ইউনিয়নের নয়াগাও মধ্যপাড়া এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে ৩০ মিনিটের প্রচেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে, এর আগে সকাল ১০ টার দিকে নদীতে ফেলা হয় ওই ব্যক্তিকে।
স্থানীয়রা জানান, নিহত ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন। তাকে প্রায়ই এই এলাকায় দেখা যেত। আজ নয়াগাও এলাকার জুলহাসের বাড়িতে খাবার চাইতে গিয়েছিলো সে। ক্ষিপ্ত হয়ে জুলহাস নির্মমভাবে তাকে তুলে পাশের ধলেশ্বরী নদীতে ফেলে দেয়।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত জুলহাস। জুলহাসের পরিবারের দাবি, খাবার না দিলে বাড়িতে ঢিল ছুড়ে মেরেছিলো ওই ব্যাক্তি। তাই তুলে নদীর পাড় নিয়ে গেলে নিজেই লাফ দেয় সে।
মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, ‘প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি নিহত ব্যাক্তির পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।’