মুন্সিগঞ্জ, ১৫ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় অনাবাদী জমি থেকে কালো বোরকা পরিহিত অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় কাটা জখমের চিহ্ন রয়েছে-পাশ থেকে উদ্ধার করা হয়েছে কাঁচি।
পুলিশের ধারণা, হত্যার পর নির্জন এলাকা দেখে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের বাবুল শিকদারের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে স্থানীয় কৃষকরা প্রতিদিনের মতো মাঠে যাচ্ছিলেন। এ সময় জমিতে লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য আল আমিন মিয়া কে জানান। পরে তিনি পুলিশকে জানালে তারা গজারিয়া থানা পুলিশ রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খাঁন জানান, আনুমানিক ২৫ বছর বয়সী ওই নারীর পড়নে ছিল কালো বোরকা। পাশে পড়েছিল একটি ধারালো কাঁচি। তার গলায় জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যার পর নির্জন এলাকা দেখে মরদেহ ফেলে গিয়েছে দুর্বৃত্তরা। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।