মুন্সিগঞ্জ, ৯ এপ্রিল, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার ও এলাকায় ক্ষমতা প্রদর্শনের দ্বন্দের জেরে দীর্ঘদিনের বিবদমান দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর, ঢালীকান্দী, নোয়াদ্দা ও চর বেশনাল এলাকায় এই ঘটনা ঘটে।
মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন হোসেন ও সাবেক চেয়ারম্যান মহসিনা হকের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে।
এসময় বাড়িঘরে হামলা, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এসব ঘটনায় অন্তত ২০ জন আহত ও ২ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতরা হলেন, নুসরাত (২৫), নুরুল মোল্লা (৫০), মামুন গাজী (৩৮), ইমরান গাজী (৩৫)। অন্যদিকে কল্পনা পক্ষের আহতদের মধ্যে আছে মোহাম্মদ রহমতউল্লাহ (২২), রানা ব্যাপারে (১৮), মো. শরিফ খান (২৫) সারোয়ার হোসেন (২৫), রিফাত হোসেন (৯) হনুফা বেগম (৬০)। গুলিবিদ্ধ ২ জন হলেন, চরবেশনাল এলাকার হনুফা বেগম (৬০) ও রিফাত (১০)। তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক নারী ও একশিশু হাসপাতালে আসে। তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। হনুফা বেগমের ডান পায়ে ও রিফাতের বাম পায়ে গুলি লেগেছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজীব খাঁন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। দু’পক্ষের সংঘর্ষে একজনকে আটক করা হয়েছে।