১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৩:২৪
মুন্সিগঞ্জে ক্রেনের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর, ২০২২, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক স্টিল মিলে ক্রেনের নিচে চাপা পড়ে আবুল কালাম (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নে গড়ে উঠা ম্যাগনাম স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে। সে ম্যাগনাম স্টিল মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহত আবুল কালামের চাচা আব্দুল গাফ্ফার নিহত আবুল কালামের সহকর্মীদের বরাত দিয়ে বলেন, ‘আমার ভাতিজা ম্যাগনাম স্টিল মিলে ফার্নিস সেকশনে কাজ করার সময় উপর থেকে ক্রেনের শিকল ছিরে আমার ভাতিজার উপর পড়ে। ঘটনাস্থলেই আমার ভাতিজা মারা যায়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: দুঃখিত!