৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:০৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কোল্ড স্টোরেজ থেকে বিপুল পরিমাণ খেজুর জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় একটি কোল্ড স্টোরেজ থেকে বিপুল পরিমাণ খেজুর জব্দ করেছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দাবি, এসব খেজুর খাবার অযোগ্য।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় অবস্থিত এলাইড কোল্ড স্টোরেজ লিমিটেডে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির। এসময় ৮ টন (৮০০০ কেজি) জব্দ করা হয় এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর অনুসারে এলাইড কোল্ড স্টোরেজের ম্যানেজার মো: আতাউল্লাহ কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোল্ড স্টোরেজে খেজুর মজুত করা হয়েছিল। তাপমাত্রাজনিত কারণ, সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং ইঁদুর বংশ বিস্তারের কারণে এগুলো খাবারের অনুপযোগী হয়ে পড়েছে। যা বিক্রি করা আইনগত অপরাধ। তাই এসব খেজুর জব্দ ও প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

 

 

 

error: দুঃখিত!