মুন্সিগঞ্জ, ২৯ নভেম্বর, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে কৃষি কাজ করতে আসা এক বয়স্ক নারী ধর্ষণের শিকার হয়েছেন।
গত বুধবার মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের বায়হাল গ্রামে এই ঘটনা ঘটেছে।
ধর্ষণের শিকার নারীর ১৩ বছর বয়সী একটি সন্তান রয়েছে। তার বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি মুন্সিগঞ্জে আলু রোপণের শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন।
জানা যায়, বায়হাল গ্রামের মোসলেম সর্দারের ফাঁকা বাড়িতে পলিথিনের কাগজ দিয়ে টং বানিয়ে সেখানে বসবাসরত ছিল নেত্রকোনার ওই নারী ও তার ১৩ বছরের সন্তান।
ধর্ষণের শিকার ঐ নারী জানান, বুধবার রাত ২ টায় স্থানীয় যশলং ইউনিয়নের বায়হাল গ্রামের আমির হোসেন মাদবরের ছেলে আসিব আমার টং ঘরের পলিথিন কেটে প্রবেশ করে আমাকে সহ আমার সন্তানকে হত্যার ভয় দেখিয়ে আমাকে ধর্ষণ করে।
ধর্ষণের সময় স্থানীয় মৃত হাসেম হালদারের ছেলে আরশাদ আমার মুখ চেপে ধরে ভয় দেখায়। পরবর্তীতে আমি চিৎকার দিলে তারা দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে টংগিবাড়ী থানা পুলিশ জানায়, নেত্রকোনা থেকে কৃষিকাজ করতে আসা এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।