৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:০৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কৃষি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি কোয়ার্টারে সিলিংফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উপজেলা কৃষি উপসহকারি কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত মো. শরিফুল ইসলাম (৩২) ঢাকা জেলার ধামরাই উপজেলার আমরাইল গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি সিরাজদিখান কৃষি অফিসে উপসহকারি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আজ রোববার বিকাল সাড়ে ৩টা’র দিকে বাজার সংলগ্ন রশুনিয়া ইউনিয়নের গোডাউন ঘাট এলাকায় সরকারি কোয়ার্টারে তার শয়ন কক্ষে সিলিংফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র জানান, আমি ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে জানাই। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠায়।

আত্মহত্যা করেছে। পরবর্তীতে আমি সেখান থেকে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ নামিয়ে নিয়ে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করে থাকতে পারে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!