২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:২০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চৌকিদার গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে মানিক চন্দ্র হাজরা (২৮) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানিক উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন মেদিনীমণ্ডল ইউনিয়নের চৌকিদার এবং একই ইউনিয়নের সাবেক চৌকিদার প্রয়াত ভারত চন্দ্র হাজরার ছেলে।

ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গেল রোববার রাত ১১ টার দিকে উপজেলার যশলদিয়া গ্রামের ভুক্তভোগী ওই কিশোরীকে বাড়ি থেকে পাশের কাশবনে টেনে নিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত মানিক চন্দ্র হাজরা।

সোমবার সকালে ভুক্তভোগীর পিতা এ ঘটনায় মানিকের নামোল্লেখ করে পদ্মা সেতু উত্তর থানায় মামলা দায়ের করেন। ঐদিনই অভিযুক্তকে ইউনিয়ন পরিষদ ভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, আটক চৌকিদার মানিককে মঙ্গলবার (আজ) আদালতে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!