২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৫:৫০
মুন্সিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

গতকাল শনিবার দিনগর রাত ১২টা ১ মিনিটে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে শ্রীনগর থানায় এই মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন থানার ওসি আমিনুল ইসলাম।

তবে অভিযুক্ত ধর্ষণ মামলার আসামি পিপাস মোল্লা (রাহাদ) (২২) পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গেল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ১২ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রুদ্রপাড়া এলাকায় অভিযুক্ত যুবকের বাসায় এই ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, একই এলাকার ধর্ষণের শিকার ঐ কিশোরীর সাথে অভিযুক্ত যুবক পিপাস মোল্লা প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্ত যুবকের বাসায় কেউ না থাকার সুবাদে ঐ কিশোরীকে প্রলোভন দেখিয়ে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করে সে। পরদিন সন্ধ্যায় কিশোরীকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে পালিয়ে যায় রাহাদ।

পরে ভুক্তভোগী কিশোরী ঘটনাটি পরিবার ও স্বজনদের জানালে তারা থানায় অভিযোগ দায়ের করলে পরে সেটি মামলা হয়।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামি পলাতক রয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।