মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার কালিরচরে অভিযান চালিয়ে কারেন্ট জাল ও জাটকা ইলিশ জব্দ করেছে চর আব্দুল্লাহপুর নৌ ফাড়িঁর পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. ফারুক হোসেনের নেতৃত্বে মা ইলিশ রক্ষা অভিযানে কালিরচর গ্রামের পূর্ব দিকে মেঘনা নদীতে মালিক বিহীন পাতানো অবস্থায় ১৫ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এসব জালের আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা। এছাড়া ৭ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। যার মূল্য ২১ শত টাকা।
জব্দকৃত কারেন্ট জাল মেঘনা নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকা মাছ কালিরচর গ্রামে গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানায় চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাড়িঁ।