মুন্সিগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে কারেন্ট জাল বানানোর সময় ৩ জনকে গ্রেফতার মুন্সিগঞ্জ থানা পুলিশ ও মুক্তারপুুর নৌ পুলিশ।
জানা যায়, মুন্সিগঞ্জ থানা পুলিশ ও মুক্তারপুুর নৌ পুলিশের যৌথ অভিযানে ৩৭০৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ১৮ লক্ষ ৫৪ হাজার টাকা।
এ বিষয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁনের নেতৃত্বে ও সদর থানার সাব ইন্সপেক্টর মো. বেলাল হোসেন সহ সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে সদরের পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩৭০৮ পাউন্ড কারেন্ট জাল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন গোসাইবাগ এলাকার রাফি হাওলাদারের ছেলে খোকা হাওলাদার, মিরেশ্বর খালাসি এলাকার নাছির উদ্দিনের ছেলে জয় এবং উত্তর চড়মুশুরিয়া এলাকার নূর দেওয়ের ছেলে ইমন।
অভিযানের টের পেয়ে এসময় ২ জন পালিয়ে যায়। পলাতক আসামীরা হচ্ছে গোসাইবাগ এলাকার মৃত আলমাস হাওলাদারের ছেলে মোঃ মহিউদ্দিন হাজারি ও গোসাইবাগ বেপারী বাড়ি এলাকার দুলাল মাতব্বরের ছেলে নাজমুল।