১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:২৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কারখানার ভেতরে মিললো চেয়ারে বাঁধা নিরাপত্তাকর্মীর গলা.কাটা মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে স্টিল কারখানায় কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুল কুদ্দুসের (৫৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা জানায়, গামছা দিয়ে হাত-পা বাঁধার পর গলাকেটে হত্যা করা হয় তাকে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া গ্রামের লিজেন্ড স্টিল এন্ড রি-রোলিং কারখানার ভেতর থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল কুদ্দুস বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ওই কারখানায় কর্মরত ছিলেন।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্পষ্টত বোঝা যাচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।’

error: দুঃখিত!