মুন্সিগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা সেতুর ঢালে ট্রাকের চাকা ঠিক করতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় সাথে থাকা হেলপার গুরুতর আহত হন।
নিহত ট্রাক চালকের নাম শহিদুল ইসলাম (৩৫)। সে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হরিতানা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহত হেলপার জাকির হোসেন (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলো ট্রাকটি। পথে আজ সোমবার সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের জামালদী এলাকায় মেঘনা সেতুর ঢালে ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। ট্রাক থামিয়ে চাকা মেরামতের চেষ্টা করছিলেন নিহত ট্রাকচালক শহিদুল এবং হেলপার জাকির।
এমন সময় ঢাকামুখী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক শহিদুল ইসলাম মারা যান। গুরুতর আহত অবস্থায় ট্রাক হেলপার জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, নিহত ট্রাক চালকের লাশ পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক কাভার্ডভ্যানকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।