৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:২৫
মুন্সিগঞ্জে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটছিলেন নারী, অতঃপর গেল প্রাণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোসনা জেলার লৌহজং উপজেলার নাগেরহাট গ্রামের নোমান বেপারীর মেয়ে। কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ওই নারী ট্রেনে কাটা পড়ে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষের।

স্থানীয় ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ওই নারী কানে হেড ফোন লাগিয়ে ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলছিলেন। এতে তিনি অন্যমনস্ক হয়ে পড়েন। এসময় ঢাকা থেকে ছেড়ে মধুমতি এক্সপ্রেস নামে একটি ট্রেন ছুটে যাচ্ছিল। ওই সময় ট্রেনটিতে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

শ্রীনগর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ হাসান ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ নারীর লাশ উদ্ধার করে।

তার দাবি, ওই নারী কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কথা বলছিল বিধায় অন্যমনস্ক ছিল। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

error: দুঃখিত!