মুন্সিগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সদর উপজেলায় রিমা আক্তার (২৫) নামে এক কাতার প্রবাসীর স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার রনছ এলাকায় নারীর বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রিমা রনছ এলাকার কাতার প্রবাসী সুজনের স্ত্রী। আনাস নামের তাদের ৪ বছরের এক পুত্র সন্তান রয়েছে।
এদিকে রিমাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে রিমার পরিবার।
নিহত রিমার চাচা কাওসার আহমেদ ও বোন তামান্না আক্তার জানান, দীর্ঘদিন যাবত নানা কারনে রিমার উপর নির্যাতন করে আসছিলো শ্বশুর-শাশুড়ি ও ননদরা। প্রবাসী স্বামীও নানা কারণে প্রায় কটুকথা বলতো তাকে। শুক্রবার দিবাগত রাতে ৩টার দিকে রিমা আত্মহত্যা করে মারা গেছে বলে আমাদের খবর দেওয়া হয়। আমরা ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ ওড়নায় ঝুলানো লাশ নামিয়ে খাটে রেখেছে। পরিকল্পিত ভাবে শ্বশুরবাড়ির লোকজন রীমাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও রিমার শ্বশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, স্থানীয় মাধ্যমে খবর পেয়ে ওই নারীর বসতঘর থেকে ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা করেছে সে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে, সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে।