৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:০১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কাঠ মিস্ত্রির স্ত্রী কে ধর্ষণ, তিন ধর্ষক আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি, (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ২৭ বছর বয়সী এক নারীকে ধর্ষণের দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মুন্সিগঞ্জ সদর থানার বণিক্যপাড়ার নুরু ইসলাম মুন্সীর ছেলে ধর্ষক মো. জয়নাল আবেদীন (৪০), সহযোগী একই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. দিদার হোসেন (৩৩) ও উপজেলার ইছাপুরা এম.জে রিসোর্টের কর্মচারী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার রবিউল ইসলামের ছেলে আবু হাসান লিমন (৩২) ।

তাদের  শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ধর্ষনের স্বীকার নারীকে মেডিকেল পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ধর্ষিতার  লিখিত অভিযোগ থেকে জানা যায়, সদর থানার সিপাহীপাড়ায় তাদের ভাড়া বাসার পাশে লম্পট জয়নাল আবেদীনের ঔষধের দোকান। ঔষধ কেনার সুবাদে তাদের পরিচয়। তার স্বামী পেশায় কাঠ মিস্ত্রি। বিদেশ যাওয়ার জন্য স্বামীর আরো ১ লাখ টাকার প্রয়োজন।

জয়নাল তাকে অগ্রনী ব্যাংক থেকে ১লাখ টাকা লোন উঠিয়ে দেওয়ার কথা বলে। তাই ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় দোকানে আসার পর তাকে সিরাজদিখান উপজেলার এম জে হলিডে রিসোর্টে নিয়ে যায় জয়নাল। তাকে মারধর করে দুপুর ২ টা পর্যন্ত আটকে রেখে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে।

ধর্ষিতা বাড়ি গিয়ে স্বামী ও মা-বাবাকে বিষয়টি অবগত করে।

পরদিন সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করলে ধর্ষক ও সহযোগী ২ জনকে পুলিশ গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো. সবুর খান জানান, আসামীদের আদালতে পাঠানো হয়েছে, বাদীনিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয় এবং মামলা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!