৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ১০:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কাঁঠাল গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কাঁঠাল গাছ কাটতে গিয়ে ইদ্রিস আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি দাখিল মাদরাসার সামনে সরকারি হালটের কাঁঠাল গাছ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইদ্রিস আলী (৫৫) খাসকান্দি গ্রামের মধ্যের চর এলাকার মৃত আরাফাত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি হালটের গাছ কাটার জন্য তিন জন শ্রমিক কাজ করছিলো। এসময় একজন শ্রমিক অসাবধানতার কারণে গাছ থেকে পড়ে প্রথমে টিনের ঘরের ওপর পড়ে, ওখান থেকে নিচে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে ওই শ্রমিকের লাশটি তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বালুচর ইউপির ২নম্বর ওয়ার্ড সদস্য মো. আলেক চাঁন সজিব বলেন, আমি একটি রোগী দেখার জন্য ঢাকার একটি হাসপাতালে ছিলাম। পরে এলাকাবাসী ফোন করে আমাকে জানায় গাছ কাটতে গিয়ে গাছ থেকে এক শ্রমিক পড়ে গিয়ে আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। ইদ্রিস আলীর পরিবার ও গ্রামবাসীরা তার লাশটি দাফন সম্পন্ন করেছে।

error: দুঃখিত!