৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৫১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কাঁচি সমর্থকের গুলিতে প্রাণ গেছে নৌকা সমর্থক ডালিমের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ ৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব সমর্থকের ছোড়া গুলিতে নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ডালিমের (৩৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে বুধবার রাত ১২টার দিকে মোল্লাকান্দির মুন্সিকান্দি এলাকায় গুলিবিদ্ধ হন ডালিম।

নিহত ডালিম মুন্সিকান্দির নুর হোসেন সরকারের পুত্র ও নৌকা মার্কার সমর্থক।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী হাসিবুল ইসলাম শান্ত অভিযোগ করে জানান, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব সমর্থক মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারির ছোট ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি শিপন হোসেন পাটোয়ারি ও সোহাগের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। এসময় সোহেল (৩২) নামের আরেকজনকে পিটিয়ে আহত করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!