মুন্সিগঞ্জ, ২০ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় সংসদ নির্বাচনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের নির্বাচনী প্রচারণার সময় মাইক ভাঙচুর ও দুজনকে মারধর করার অভিযোগ ওঠেছে নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
মারধরের শিকার দুজন হলেন, সিএনজি চালক মো. হেলাল উদ্দিন (২৬) ও মাইকম্যান রোমান (৩৪)।
হামলার শিকার সিএনজি চালক হেলাল জানান, বুধবার বিকাল থেকে সিএনজি চালিত অটোরিকশায় মাইক লাগিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী ফয়সাল বিপ্লবের কাঁচি প্রতীকের পক্ষে প্রচার চালাচ্ছিলেন তারা। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সিএনজি নিয়ে ভবেরচর কলেজ রোড এলাকায় কলিমউল্লাহ কলেজ সংলগ্ন এলাকায় গেলে ৮-১০ জন যুবক তাদের গতিরোধ করে। এসময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। যুবকরা তাদের মারধর করে মাইক এবং মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাঁধা দিলে মাইক, মাইকের মেশিন এবং সিএনজির একটি লুকিং গ্লাস ভাঙচুর করে হামলাকারীরা। কোন রকমে ছাড়া পেয়ে তারা গজারিয়া থানায় এসে পুলিশকে বিষয়টি জানায়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।