২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:১৪
মুন্সিগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ২০৬, সদরে ১৩৯
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ আগস্ট, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ২০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল শনিবার (৩১ জুলাই) করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ১৩৯ জন, টংগিবাড়ীতে ৫৫ জন, সিরাজদিখানে ৮ জন, লৌহজংয়ে ২ জন ও গজারিয়ায় ২ জন।

মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯৭১ জন, সুস্থ রোগীর সংখ্যা ৭ হাজার ৪৬৯ জন, মৃতের সংখ্যা ৮০ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ৭১ হাজার ৪৪১ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৩৭ হাজার ১৭৬ জন।

error: দুঃখিত!