১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৩:৪১
মুন্সিগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ২৯৪, সদরে ১১৩
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ জুলাই, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ২৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গতকাল বুধবার (২৮ জুলাই) করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ১১৩ জন জন, টংগিবাড়ীতে ৫২ জন, সিরাজদিখানে ৫২ জন, লৌহজংয়ে ৭ জন, শ্রীনগরে ৩৭ জন ও গজারিয়ায় ৩৩ জন।

মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪৮১ জন, সুস্থ রোগীর সংখ্যা ৭ হাজার ১৮৪ জন, মৃতের সংখ্যা ৭৮ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ৬৬ হাজার ৯১০ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৩৬ হাজার ৩০৪ জন।

error: দুঃখিত!