মুন্সিগঞ্জ, ২০ আগস্ট, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। অন্যদিকে জেলায় নতুন আরও ১৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ৮০ জন, সিরাজদিখানে ২৮ জন, শ্রীনগরে ১৭ জন ও গজারিয়ায় ৩৫ জন।
মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৮৯ জন, সুস্থ রোগীর সংখ্যা ৯ হাজার ৭৭৩ জন, মৃতের সংখ্যা ৮৯ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৮৬ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৪৩ হাজার ১২১ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮৭ জনের।