১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:২৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের আজকের করোনাভাইরাস আপডেট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ সেপ্টেম্বর, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৯২ জন। আজ নতুন জানা গেছে আরও ৫জন আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৪ জন, সিরাজদিখান উপজেলার ১ জন, লৌহজং উপজেলার ১ জন, শ্রীনগর উপজেলার ৩ জন ও গজারিয়া উপজেলার ১ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ সোমবার (৭ সেপ্টেম্বর) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর১৪৭৩৩৩১২২৪
গজারিয়া৩৪৩৩০৭
টংগিবাড়ী২৭৪২৩২
লৌহজং৩৮৪৩৬৬
সিরাজদিখান৫৩০৪৪৬
শ্রীনগর২৮৮২৪৬
 সর্বমোট- ৩২৯২সর্বমোট- ৬৬সর্বমোট- ২৮৪৪
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৭ সেপ্টেম্বর) ১৫৪৯৮ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৫১২৫ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩২৯২, মৃত ৬৬, সুস্থ ২৮৪৪ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৭৩ জনের।

error: দুঃখিত!