মুন্সিগঞ্জ, ৭ সেপ্টেম্বর, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৯২ জন। আজ নতুন জানা গেছে আরও ৫জন আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৪ জন, সিরাজদিখান উপজেলার ১ জন, লৌহজং উপজেলার ১ জন, শ্রীনগর উপজেলার ৩ জন ও গজারিয়া উপজেলার ১ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ সোমবার (৭ সেপ্টেম্বর) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ১৪৭৩ | ৩৩ | ১২২৪ |
গজারিয়া | ৩৪৩ | ৩ | ৩০৭ |
টংগিবাড়ী | ২৭৪ | ৯ | ২৩২ |
লৌহজং | ৩৮৪ | ৮ | ৩৬৬ |
সিরাজদিখান | ৫৩০ | ৯ | ৪৪৬ |
শ্রীনগর | ২৮৮ | ৪ | ২৪৬ |
সর্বমোট- ৩২৯২ | সর্বমোট- ৬৬ | সর্বমোট- ২৮৪৪ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৭ সেপ্টেম্বর) ১৫৪৯৮ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৫১২৫ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩২৯২, মৃত ৬৬, সুস্থ ২৮৪৪ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৭৩ জনের।