মুন্সিগঞ্জ, ২৫ আগস্ট, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩১১৫ জন। আজ নতুন জানা গেছে আরও ২৯ জন আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ১৯ জন, সিরাজদিখান উপজেলার ৪ জন, শ্রীনগর উপজেলার ৫ জন ও গজারিয়া উপজেলার ১ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার (২৫ আগস্ট) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ১৩৮৫ | ৩৩ | ১১০১ |
গজারিয়া | ৩১৫ | ৩ | ২৯০ |
টংগিবাড়ী | ২৬৮ | ৯ | ২৩২ |
লৌহজং | ৩৭৮ | ৭ | ৩৪৬ |
সিরাজদিখান | ৫০০ | ৯ | ৪৩৬ |
শ্রীনগর | ২৬৯ | ৪ | ২৪৩ |
সর্বমোট- ৩১১৫ | সর্বমোট- ৬৫ | সর্বমোট- ২৬৪৮ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৫ আগস্ট) ১৪৪৩৪ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪১৮৩ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩১১৫, মৃত ৬৫, সুস্থ ২৬৪৮ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২৫১ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।