১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:৫০
মুন্সিগঞ্জের আজকের করোনাভাইরাস আপডেট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ আগস্ট, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩১১৫ জন। আজ নতুন জানা গেছে আরও ২৯ জন আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ১৯ জন, সিরাজদিখান উপজেলার ৪ জন, শ্রীনগর উপজেলার ৫ জন ও গজারিয়া উপজেলার ১ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার (২৫ আগস্ট) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর১৩৮৫৩৩১১০১
গজারিয়া৩১৫২৯০
টংগিবাড়ী২৬৮২৩২
লৌহজং৩৭৮৩৪৬
সিরাজদিখান৫০০৪৩৬
শ্রীনগর২৬৯২৪৩
 সর্বমোট- ৩১১৫সর্বমোট- ৬৫সর্বমোট- ২৬৪৮
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৫ আগস্ট) ১৪৪৩৪ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪১৮৩ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩১১৫, মৃত ৬৫, সুস্থ ২৬৪৮ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২৫১ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

error: দুঃখিত!