মুন্সিগঞ্জ ২৭ অক্টোবর, ২০১৯, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিংডে উপলক্ষে পুলিশ লাইন্সের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কাচারীস্থ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।