মুন্সিগঞ্জ, ৯ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমে কচু ক্ষেত থেকে ব্যাটারিচালিত রিকশা চালক মোশাররফ মৃধার গলাকাটা (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোর ৬ টার দিকে মিরকাদিম পৌরসভার এনায়েতনগর এলাকার সুমন ভিলার দক্ষিণ পাশের সড়কে হাটতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে বেলা ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে দুপুর ২ টার দিকে মরদেহের পরিচয় সনাক্ত করেন স্বজনরা।
নিহত মোশাররফ বরগুনা জেলার আমতলি উপজেলার আঙ্গুলকাটা এলাকার বাসিন্দা। তিনি পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর পালপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করতেন এবং দয়ালবাজার এলাকার হানিফ মিয়ার কাছ থেকে ভাড়া নিয়ে অটোরিকশা চালাতেন।
অটোরিকশা মালিক হানিফ মিয়া বলেন, ‘গতকাল অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি গাড়ি নিয়ে আর গ্যারেজে ফেরেননি। রাতেই আমরা তাকে খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও হদিস পাইনি।’
মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, নিহতের স্বজনরা মরদেহ সনাক্তের জন্য থানায় এসেছেন। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রাতে হত্যার পর নিহতের কাছ থেকে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুবৃত্তরা। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’