২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:০১
মুন্সিগঞ্জে কচুরিপানার ভেতর মিললো নিখোঁজ দিনমজুরের মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নিখোঁজের ১০ দিন পর মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের কচুরিপানার ভেতর লুকানো অবস্থায় এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শামসুল হাওলাদার (৪০)। লাশের পাশে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ব্রাহ্মনখোলা গ্রামের মজিদ খানের বাড়ির পাশের পুকুর পাড় থেকে দিনমজুরের লাশ উদ্ধার হয়।

নিহত শামসুল হাওলাদার জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের মনু হাওলাদারের ছেলে। এর আগে গত গত ৩১ জানুয়ারি নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন ওই দিনমজুর।

সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার ইমরান খান জানান, দিনমজুর নিখোঁজের ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেছিলো পরিবার।

তিনি জানান, পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে রহিমা আক্তার নামে এক নারীসহ ২ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করে।

আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে শ্রীনগর ও সিরাজদিখান থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিখোঁজ দিনমজুরের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

error: দুঃখিত!