১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:২২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ওসির উপর হেফাজতের হামলা, মধুপুর পীরের দুই ছেলে সহ ৫১৫ জনকে আসামী করে মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

গত রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশের ওসি এস এম জালালউদ্দিন এর উপর হামলার ঘটনায় হেফাজতের নায়েবে আমির ও মধুপুর পীর মাওলানা আব্দুল হামিদের দুই পুত্র সহ ৫১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৩০ মার্চ) রাতে মুন্সিগঞ্জ সিরাজদিখান থানায় বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন সিরাজদিখান থানার উপ পরিদর্শক রিমন হোসাইন। মামলায় হেফাজতের নায়েবে আমির ও মধুপুর পীর মাওলানা আব্দুল হামিদের দুই পুত্র ওবায়দুল্লাহ কাশেমী (৪০) ও আব্দুল্লাহ (৩৫) সহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামী করা হয়েছে।

আরও পড়তে পারেন: সর্বশেষ পরিস্থিতি: হেফাজত তান্ডবের পর এখনো থমথমে মুন্সিগঞ্জের সিরাজদিখানের রাজানগর

মামলায় উল্লেখ করা হয়, দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সরকারি কাজে বাঁধা, জখম ও অগ্নিসংযোগ করার অপরাধে বিশেষ আইনে মামলাটি দায়ের করা হয়।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) এস এম কামরুজ্জামান জানান, ঘটনার দিন রাতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। তাদেরও এই মামলায় আসামী করা হয়েছে।

এদিকে রাজানগরে নির্বিচারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় এখনো কোন মামলা হয়নি। এ ব্যাপারে ওসি (তদন্ত) এস এম কামরুজ্জামান জানান, এসব ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলেই মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য, গত রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন বড় উপজেলার কেয়াইন ইউনিয়নের বড় শিকারপুর এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সাথে সংঘর্ষে জড়ায় হেফাজত। এসময় মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ওসি এস এম জালালউদ্দিন দায়িত্বপালনকালে তার উপরও হামলা করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় তার মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনার পর মাথায় ৩১টি সেলাই নিয়ে তিনি এখনো চিকিৎসাধীন আছেন।

error: দুঃখিত!