মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঐতিহ্যবাহী বাৎসরিক নৌ-উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি শাখা খালে এই নৌ-উৎসব অনুষ্ঠিত হয়। এসময় কয়েক হাজার মানুষ এই উৎসব দেখতে জড়ো হন। উৎসব ঘিরে বসে মেলা।
মেলায় দূর দূরান্ত থেকে আসা প্রায় শতাধিক কসমেটিকস ও নিমটি-লাড্ডু, মিষ্টি-লাচ্ছি, মিষ্টান্ন, ঝালমুড়ি, মাটির খেলনাসহ বিভিন্ন দোকান বসেছে।
শেখরনগর ইউনিয়নের বাসিন্দা সঞ্জয় দাস বলেন, প্রতিবছরই এখানে নৌ-উৎসব হয়ে থাকে। বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে। এই মেলাকে ঘিরে বড় বড় নৌকা প্রদর্শন করা হয়। সেগুলো দেখার জন্য মানুষ ভিড় জমায়।
শেখরনগর ৬নম্বর ওয়ার্ড সদস্য মো. হেলাল খান বলেন, আমি ছোট বেলা থেকেই দেখে এসেছি এই মেলাটি হয়ে আসছে। আজকেও তার ব্যাতিক্রম হয়নি। এই নৌ-উৎসব দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসে। আমরা তাদের নিরাপত্তার স্বার্থে এবং মেলা সুন্দরভাবে আয়োজনে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকি।
শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার (টুটুল) বলেন, আগে এলাকায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ হতো এখন সেটি বন্ধ রয়েছে। তবে হিন্দু সম্প্রদায়ের পঞ্জিকা মতে ভাদ্র মাসের ৪ তারিখ এই মেলা হয়ে থাকে। মেলাটির আয়োজন করেন ইউনিয়নের বাসিন্দারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি জানান, এখন নৌকাবাইচ না হলেও নৌ-উৎসব কে ঘিরে বিভিন্ন এলাকা থেকে বড় বড় নৌকা এসে প্রতিযোগিতার মত ঘুরে ঘুরে উপস্থিত মানুষজনকে আনন্দ দেয়ার চেষ্টা করে। এসব দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে এবং অন্যান্য উপজেলা থেকে মানুষজন আসে।