২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:৫২
মুন্সিগঞ্জে ২৮৮টি পূজা মন্ডপে রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহের ঘোষনা
খবরটি শেয়ার করুন:

পূজা উদযাপন পরিষদ সূত্র জানা যায়, জেলার ছয়টি উপজেলায় সর্বমোট ২৮৮টি মণ্ডপে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৩৫টি, গজারিয়ায় ৯টি, টঙ্গীবাড়ি ৪৭টি, সিরাজদিখান ৯৭টি, লৌহজং ৩২টি এবং শ্রীনগর উপজেলায় ৬৮টি পূজামণ্ডপ রয়েছে।

এছাড়াও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা হাতে নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন।

পুলিশের সূত্রে জানা যায়, সবকটি পূজামণ্ডপ ঝুঁকিমুক্ত থাকার পরেও পর্যাপ্ত নিরাপত্তা দিতে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্বে থাকবেন।

এদিকে জেলায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে জেলা পূজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠক ও মতবিনিময় সভা করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটির মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সমর ঘোষ বলেন, ‘এবার জেলায় ২৮৮টি পূজা মণ্ডপে পূজা উদযাপিত হবে। পূজা উদযাপনকালে আমরা রোহিঙ্গাদের স্মরণে ১ ঘন্টা আনন্দ করা থেকে বিরত থাকব। এর পাশাপাশি রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহ করে মুন্সিগঞ্জ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান পাঠাবো।’

তিনি আরো বলেন, এবার আমরা সকল ধর্মের লোকদেরকে নিয়ে পূজা উদযাপনে একটি কমিটি গঠন করেছি। যাতে করে পূজা সার্বজনীয় হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম) জানান, শান্তিপূর্ণ পরিবেশে এবারে দুর্গোৎসব পালন করা হবে। মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব সেচ্ছাসেবক বাহিনী কাজ করবে। পূজা নির্বিঘ্নে করতে ইতোমধ্যে জেলা শহর থেকে শুরু করে ৬টি উপজেলায় পুলিশিং টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আমাদের গোয়েন্দা পুলিশ সদস্যরা এখানে কাজ করবে।

error: দুঃখিত!