অঞ্জন দাস স্মৃতি সংসদ অায়োজিত এডিপিএল-২০১৭ এর চূড়ান্ত খেলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার রামপাল হাইস্কুল মাঠে এ খেলায় বিজয়ী হয় ‘জোসি রাইডার্স’
এসময় তাদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সাংসদ মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার জায়েদুল অালম ফুয়াদ পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী অাশরাফ হোসেন লিপু প্রমুখ।
পুরস্কার বিতরণী শেষে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অঞ্জন দাস স্মৃতি সংসদের অাহবায়ক গোলাম মাওলা তপন, অনুষ্ঠান সঞ্চালনা করেন এডিপিএল টুর্নামেন্ট পরিচালনা কমিটির অাহবায়ক মিদূল দেওয়ান।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিলো ‘অামার বিক্রমপুর’