মুন্সিগঞ্জ, ১৯ নভেম্বর, ২০২০, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ‘এগিয়ে চলো নারী কল্যাণ সংস্থা’র সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) মুন্সিগঞ্জ শহরের শ্রীপল্লী এলাকায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাল্যবিবাহ, যৌন নিপীড়ন, যৌতুক, নারীদের প্রতি বিভিন্ন স্তরে শারিরীক নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘এগিয়ে চলো নারী কল্যাণ সংস্থা’র সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য বিশিষ্ট নারী নেত্রী মোরশেদা বেগম লিপী।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক আলেয়া ফেরদৌসী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশলয় কিন্ডারগার্টেনের অধ্যক্ষ খালেদা খানম, মুন্সিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মেহেরুন নেছা নাজমা, বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নাছিমা আক্তার।
অনুষ্ঠান পরিচালনা করেন, মহিলা পরিষদের সহ সভাপতি হামিদা খাতুন।