মুন্সিগঞ্জ, ৯ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাসা থেকে বের হয়ে এক মাস ধরে নিখোঁজ রয়েছেন এক কৃষক। নজরুল ইসলাম শেখ (৪৫) নামে নিখোঁজ ওই কৃষকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে তাঁর পরিবার।
আজ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মৃধাবাড়ি মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গত ৫ মে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় গত ১১ মে নজরুল ইসলামের স্ত্রী শাহীদা বেগম সিরাজদিখান থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
মানববন্ধন নিখোঁজের গ্রামের শতাধিক বাসিন্দা ও স্বজনরা অংশ নেন। এসময় নিখোঁজ নজরুল শেখকে ফিরে পেতে আহাজারি করে প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ চান তাঁর মা, স্ত্রী এবং সন্তানরা।
নিখোঁজ কৃষক নজরুল ইসলাম শেখ উপজেলার বয়রাগাদি ইউনিয়নের গোবরদী গ্রামের প্রয়াত মজিদ শেখের পুত্র। পারিবারিক জীবনে নজরুল ইসলাম তিন ছেলে ও এক মেয়ের জনক।
মানববন্ধনে নিখোঁজের স্ত্রী শাহিদা বেগম বলেন,আমরা স্বামী আমাদের ছেড়ে কোথাও এক রাতের জন্য থাকেনি। এক মাসের বেশি সময় ধরে খুঁজে যাচ্ছি। পুলিশের কাছে বারবার যাচ্ছি কেউ তাকে খুঁজে দিচ্ছেনা। বিভিন্ন দপ্তরের সহযোগিতা চেয়েও কোনরুপ সহযোগিতা পাওয়া যাচ্ছেনা। প্রতিটা দিন আমাদের নানা উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছে। তাকে দ্রুত সুস্থ্য ও নিরাপদে উদ্ধারের দাবি জানাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিখোঁজের ছোট ছেলে মো. রনি শেখ। রনি মালখানগর হাইস্কুলে ব্যবসা শাখায় দশম শ্রেণিতে পড়াশোনা করে। বাবা নিখোঁজের পর মানসিকভাবে ভেঙে পড়েছে রনিও।
রনি শেখ বলেন, আমার বাবার সঙ্গে কারও কোন শত্রুতা ছিলো না। বাবাকে এলাকার সবাই ভালোবাসত। যেদিন তিনি নিখোঁজ হয়েছেন, সেদিন মমিন নামে মস্তফাগঞ্জ এলাকার এক ব্যক্তির সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন। ঘটনার দিন রাত থেকে বাবার মোবাইল ফোন বন্ধ। প্রতিটি দিন হতাশার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমার বাবার সন্ধান চাই। পুলিশ ও প্রশাসনের আন্তরিক সহযোগিতা চাই।