মুন্সিগঞ্জ শহরে মোহাম্মদ আলী (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের বাগমামুদালীপাড়ায় তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার খোরশেদ আলমের ছেলে।
স্বজনরা জানান, মাদকাসক্ত ছিলেন আলী। সকাল ১১টায় বাড়ির নিজ কক্ষে ঢুকে দরজা-জানালা বন্ধ করে দেয়। এরপর দুপুরে বিকট শব্দ শুনে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচোনো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে।