মুন্সিগঞ্জ, ১২ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে একাধিক নাশকতার মামলায় আসামী সিরাজদিখান উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি ওবায়দুল্লাহ কাশেমী (৪৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, গতকাল মঙ্গলবার (১১ মে) রাতে র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আবু ছালেহ এর নেতৃত্বে উপজেলার কুচিয়া মোড়া কলেজগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় ৮টি মামলা রয়েছে। গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের দিন ব্যাপক সহিংসতা ও পুলিশের উপর হামলার মামলায় আসামী সে। তার বাড়ি সিরাজদিখান উপজেলার গকুলনগর গ্রামে। সে মধুপুর পীর ও হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদের ছেলে।
মামলার এজাহার সূত্রে র্যাব জানায়, ওবায়দুল্লাহ কাশেমী সিরাজদিখান থানাধীন নীমতলার নিকটস্থ বড় শিকারপুর এলাকায় বেআইনীভাবে দলবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আচমকা পুলিশের উপর হামলা করে সিরাজদিখান থানার অফিসার ইনর্চাজ সহ কয়েকজন পুলিশ সদস্যকে গুরুতর আহত করে এবং দোকানপাট ভাংচুর সহ মালামাল লুট করে।
র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আবু ছালেহ জানান, আটক আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজদিখান থানায় হস্তান্তর করা হয়েছে।