মুন্সিগঞ্জ, ১৫ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়ায় একটি প্রাইভেট ক্লিনিকে এক সাথে তিনপুত্র সন্তানের জন্ম দিয়েছেন তানিয়া বেগম নামের এক প্রসূতি নারী।
গেল সোমবার দুপুরে সিপাহীপাড়া স্পেশালিষ্ট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা. ফারজানা আক্তার লাবনীর তত্ত্বাবধানে ফুট ফুটে তিন পুত্র সন্তানের জন্ম দেন তানিয়া বেগম।
বর্তমানে তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।
জানা যায়, মাসুম- তানিয়া দম্পতি মুক্তারপুরে ভাড়া বাসায় বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জের কেদারপুর এলাকায়।