মৃুুন্সিগঞ্জ, ২৫ মে, ২০২২, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বেসরকারি হাসপাতালে এক মা একসাথে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
আজ বুধবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার তিন কন্যা সন্তান জন্ম লাভ করে।
জানা গেছে, রাশিদা আলী হোসেন দম্পতির প্রথম সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হওয়াতে রোগীকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের পরামর্শ দেন। এর আগে আলট্রাসনোগ্রাফিতে তার তিন সন্তানের বিষয়টি ডাক্তাররা বুঝতে পারেন। রোগী সম্মতি দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ অস্ত্রোপচারের ব্যবস্থা করেন।
অপারেশন দলের দায়িত্বে ছিলেন ডাঃ ফৌজিয়া জামান ও ডাঃ সম্পৃক্তা জামান নূর এবং এনেসথেসিয়ায় ছিলেন ডাঃ আনিসুর রহমান।
সফলভাবে অপারেশনের পর রাশিদা বেগম তিনটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। ডাক্তার জানিয়েছেন মা ও শিশু কন্যারা সুস্থ আছে। তিন সন্তান সুস্থভাবে জন্ম গ্রহন করায় হাসপাতাল কর্তৃপক্ষ খুশিতে মিষ্টি বিতরণ করেন।
এ প্রসঙ্গে হাসপাতালের নির্বাহী পরিচালক সিকদার মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, এই রোগীর আজীবন ফ্রী চিকিৎসা সেবা দেওয়া হবে।