মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
‘এক ডোজ টিকা নিন, জরায়ুমুখে ক্যান্সার রুখে দিন’-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মুন্সিগঞ্জে আজ রোববার উদ্বোধন করা হয়েছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় এ বছর ৮০ হাজার ৮০৯ মেয়েকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিষেধক টিকা দেয়া হবে।
রোববার সকালে মুন্সিগঞ্জ শহরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিশোধক টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।
মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মু. সোহেল রানা রানু, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল ইসলাম, কাউন্সিলর নার্গিস আক্তার, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর লীনা সাহা, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. আরিফুর রহমান প্রমুখ।
টিকাদান কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে একযোগে জেলার সব উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি এবং ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের ১৮ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে।