মুন্সিগঞ্জ, ১৭ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মুন্সিগঞ্জে সানজিদা আলম সুমাইয়া (১৮) নামে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের কয়েক ঘন্টা পর তার মোবাইল থেকে পরিবারের কাছে একটি রহস্যজনক ম্যাসেজ এসেছে বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছে নিখোঁজের পরিবার।
ডায়েরি ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিন সকাল ৯টার দিকে হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে সরকারি হরগঙ্গা কলেজের উদ্দেশ্যে বের হন সানজিদা। কিন্তু বিকাল গড়িয়ে গেলেও তিনি বাসায় না আসায় পরিবারের লোকজন তার সহপাঠীদের কাছে খোঁজ নিয়ে জানতে পারে সে পরীক্ষা হলে যায়নি। পরে এ বিষয়ে সন্ধ্যায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এদিকে, সন্ধ্যা ৬ টার দিকে নিখোঁজ সানজিদার মোবাইল ফোন থেকে তার আপন ছোট বোনের কাছে ক্ষুদে বার্তা আসে। যেখানে লেখা ছিলো – ‘আমাকে ৩ জন মহিলা সদরঘাটের দিকে নিয়ে এসেছে। আমাকে উদ্ধার করো।’
নিখোঁজ শিক্ষার্থীর মামা এস এম এম মোশাহেদ উল্লাহ এ তথ্য জানান।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিখোঁজ শিক্ষার্থীর মুঠোফোনের সূত্র ধরে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুুলিশ।