মুন্সিগঞ্জ, ১৮ মার্চ, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক কৃষকের চারটি গরু চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড় বর্তা গ্রামের শাজাহানের পুত্র কৃষক মো. হাসান গাজির বাড়ী থেকে ৪ টি গরু চুরি হয় ।
ভুক্তভোগী কৃষক মো.হাসান গাজি জানান, একটি এনজিও থেকে আমি ২ লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম সেই ঋণের টাকায় আমি ৪ টি গরু ক্রয় করেছিলাম যার বর্তমান মুল্য প্রায় ৪ লাখ টাকা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে গোয়াল ঘরে গরু রেখে আমি ঘুমাতে যাই কিন্তু বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ওই ৪টি গরু নেই।
এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে সিরাজদিখান থানায় গরু চুরির অভিযোগ করেছেন বলেও ওই কৃষক জানান ।
সিরাজদিখান থানার ওসি এস এম জালালউদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নিব।