১২ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১১:৪৪
মুন্সিগঞ্জে ঋণের চাপে আত্মহত্যার চেষ্টা!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে ঋণের টাকা আদায়কারীদের চাপের মুখে দুই সন্তানের জনক মো. জহিরুল ইসলাম খোকন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গেছে, সদর উপজেলার রামপাল ইউনিয়নের শাখারী বাজার গ্রামের আলী আক্কাস মোল্লার ছেলে হতদরিদ্র জহিরুল ইসলাম শুক্রবার সকালে নিজের শোবার ঘরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় তার ছটফটানির আওয়াজে বাড়ির লোকদের ঘুম ভেঙে যায়।

পরে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে জেনালের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

তার স্ত্রী কাকলী বেগম জানান, ব্যবসায়িক প্রয়োজনে কয়েক বছর আগে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকার চড়া সুদে ঋণ নেন। চড়া সুদে নেয়া দাদন ও ঋণের টাকা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাওনাদারদের চাপ বাড়তে থাকে। এমতাবস্থায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

error: দুঃখিত!