মুন্সিগঞ্জ, ২৬ ডিসেম্বর, ২০২২, শুভ ঘোষ (আমার বিক্রমপুর)
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুন্সিগঞ্জে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ ‘বড় দিন’।
গতকাল রোববার (২৫ ডিসেম্বর) মুন্সিগঞ্জের সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নের শুলপুর গির্জায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যিশুখ্রিস্টের জন্মতিথি বড়দিন উদযাপিত হয়।
রোববার শুলপুর গির্জা ছিল উৎসবমুখর। শনিবার রাতে সিরাজদিখান শুলপুর গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। রোববার সকাল থেকেই শুরু হয় চার্চ ও স্থানীয় বাড়িগুলোতে নানা ধরনের অনুষ্ঠান।
গেল কয়েক বছর করোনা পরিস্থিতির কারনে উৎসবের আয়োজনে ভাটা পড়লেও এবছর সব বিধি-নিষেধ আর বাঁধা ছাপিয়ে আয়োজনে এসেছে ভিন্নমাত্রা।
বড়দিনকে ঘিরে শুলপুর গির্জা পরিণত হয় খ্রিস্টান ধর্মালম্বীদের মিলন মেলায়। অতিথি আপ্যায়নে কোনো রকমের ত্রুটি না রাখতে আয়োজন করা হয় রকমারি সব পিঠা-পুলির।
রোববার সকাল ৯টা থেকেই গির্জায় মঙ্গল প্রার্থনায় সমবেত হন প্রায় দেড় হাজার খ্রিস্টান ধর্মালম্বী মানুষ। বাহারি রঙের নতুন পোশাকে শিশু থেকে বৃদ্ধ সবাই শামিল হন এই আয়োজনে।
এসময় ধর্মীয় সংগীতের পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ প্রার্থনা।